Site icon Jamuna Television

মুম্বাই শহরে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে গোলাপী ফ্লেমিংগো’র

মুম্বাই শহরে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে গোলাপী ফ্লেমিংগো'র

ভারতের নাভি মুম্বাই শহরে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে গোলাপী ফ্লেমিংগো’র। শীতের অতিথি পাখিদের দেখতে ভিড় করছেন দর্শনার্থীরাও।

বিশ্বের সর্ববৃহৎ পরিকল্পিত নগরী হিসেবে পরিচিত নিউ বম্বে বা নাভি মুম্বাই মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত। প্রতি বছরই শহরের নেরুল এলাকায় হ্রদজুড়ে দেখা যায় লাখ লাখ অতিথি পাখি। যার অন্যতম এই গোলাপী ফ্লেমিংগো।

ভারতের দক্ষিণ ও পূর্ব উপকূলের অনেক জায়গাতেও শীতে উড়ে আসা হরেক প্রজাতির অতিথি পাখির মধ্যে দেখা মেলে নয়নাভিরাম গোলাপী ফ্লেমিংগোর।

Exit mobile version