Site icon Jamuna Television

২১ বছর পর লিভারপুলের মাঠে এভারটনের জয়

মার্সিসাইড ডার্বিতে হেরেছে লিভারপুল। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। হামেস রদ্রিগেসের পাস থেকে তিন মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনের গোলে লিড নেয় এভারটন।

ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুলকে একাধিকবার হতাশায় ডুবিয়েছেন এভারটন কিপার জর্ডান পিকফোর্ড। জন হ্যান্ডারসন, আলেকজেন্ডার আরনল্ড ও সাদিও মানের তিনটি শট এই ইংলিশ গোলরক্ষক রুখে দিলে ম্যাচে ফেরা হয়নি অলরেডদের। উল্টো ৮৩ মিনিটে দ্বিতীয় গোল পায় এভারটন।

এদিকে, পেনাল্টি থেকে গোল করে ২১ বছর পর অ্যানফিল্ডে এভারটনের জয় নিশ্চিত করেন অধিনায়ক গিলফি সিগুর্ডসেন।

ইউএইচ/

Exit mobile version