Site icon Jamuna Television

আস্থা ভোটে উৎরে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

পার্লামেন্টের আস্থা ভোটে উৎরে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওঁচা’সহ ৯ মন্ত্রী। এ ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানী ব্যাংকক।

৪৮৭ সদস্যের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন ২৭২ জন। সরকার অপসারণের পক্ষে সমর্থন জানান ২০৬ জন। বাকি ৩ আইনপ্রণেতা ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

মূলতঃ করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতা, ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়। যার ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনকে অপসারণে হয় এ ভোটাভুটি।

২০১৯ সালের জুলাইয়ে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বার আস্থা সংকটে পড়লেন প্রয়ুথ। ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেন তিনি।

ইউএইচ/

Exit mobile version