সন্ত্রাসবাদ বিরোধী যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। তৃতীয় দিনের মতো মরূ অঞ্চল- রাজস্থানে হয় সামরিক সক্ষমতা প্রদর্শন।
১৬তম বারের মতো দু’দেশের মধ্যে ‘যুদ্ধ অভ্যাস’ প্রতিপাদ্যে হচ্ছে এই মহড়া। উভয় দেশের সেনা মুখপাত্রের দাবি, পারস্পরিক বোঝাপড়ার উদ্দেশ্যেই এ প্রশিক্ষণ।
এরমাধ্যমে, মার্কিন বাহিনীর কাছ থেকে স্বল্প ও মধ্যম মাত্রার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ব্যবহার শিখছে ভারত।
এছাড়া গোপন তথ্য সংগ্রহ, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আহতদের উদ্ধার, কৌশলগত জবানবন্দি গ্রহণ এবং জেরার নিত্যনতুন কৌশল রপ্ত করছেন সেনা সদস্যরা।

