রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগরে কুমিল্লা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া তিনটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এরপরই আশপাশের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।
স্থানীয়রা জানায়, আগুন লাগার পর দ্রুত তার আশপাশের টিনসেড ঘর বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি ফায়ার সার্ভিস।

