Site icon Jamuna Television

একুশের রাতেই বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী কলেজে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২১ ফেব্রুয়ারি সকালে সেখানে কলেজ শিক্ষকরা ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।

কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে অস্থায়ী এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

অজ্ঞাত দৃর্বৃত্তরা এটি রাতের আধারে ভেঙ্গে দিয়েছে বলে তিনি জানান। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরী। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিক্ষকরা ভাঙ্গা পিলার দাঁড় করিয়ে শহীদ মিনার বানিয়ে সকালে ফুল দিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মাণে ৩টি পিলারে মোট ৬টি ৮ মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত হন। সবার উপস্থিতিতে শহীদ মিনারটি পুনঃস্থাপন করা হয়।

বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

Exit mobile version