
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরিকুল ইসলাম পলাশ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছে জিয়াউল হক(৩১) নামের আরেক আরোহী।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ কুমিল্লা জেলার হোমনা উপজেলার মীর শিকারি গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত জিয়াউল নিহত পলাশের ভগ্নীপতি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে শ্যালক ও ভগ্নীপতি দুজন ঢাকাতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতুতে পৌঁছালে মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পেছনে সিটে বসা শ্যালক তরিকুল ইসলাম পলাশ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ জানায়, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত জিয়াউল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



Leave a reply