Site icon Jamuna Television

ঘরের মাঠে বার্সার ড্র

ঘরের মাঠে দুর্বল কাদিজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। এ নিয়ে সবশেষ তিন ম্যাচের দু’টিতেই পয়েন্ট হারিয়েছে কাতালান ক্লাবটি।

ক্যাম্প ন্যুতে দারুণ আক্রমণাত্মক শুরু কোম্যান শিষ্যদের। কিন্তু একের পর এক আক্রমণেও খুলছিলো না কাদিজের গোলমুখ। তবে ৩২ মিনিটে স্পট কিক গোলে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। জাভি হার্নান্দেসকে ছাড়িয়ে বার্সেলোনার হয়ে ৫০৬ ম্যাচ খেলার রেকর্ড এখন এলএমটেনের। এরপর ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রির দু’টি গোল বাতিল হয় অফসাইডে।

৮৮ মিনিটে ডিফেন্ডার লংলের অহেতুক ফাউলের খেসারত গুণতে হয় বার্সেলোনাকে। ফার্নান্দেসের পেনাল্টি গোলে সমতায় ফেরে কাদিজ। লিগে টানা ৭ জয়ের পর পয়েন্ট হারালো বার্সেলোনা। ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান ক্লাবটির।

ইউএইচ/

Exit mobile version