Site icon Jamuna Television

শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ জাবি প্রশাসনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে তারা।

রোববার রাতে শিক্ষার্থীদের সাথে গেরুয়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে হামলায় দায়ীদের গ্রেফতার ও হল খোলার দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি না মানলে আন্দোলন কঠোরতর হবে বলে হুঁশিয়ারি জানায় তারা।

ইউএইচ/

Exit mobile version