Site icon Jamuna Television

উইন্ডিজ সফরের আগে করোনায় আক্রান্ত শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারে

উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা দলের পেসার লাহিরু কুমারের। তবে সফরের জন্য ঘোষিত ২০ সদস্যের দলের মধ্যে শুধু মাত্র এই ক্রিকেটারেরই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর সেই কারণেই এই সফর নিয়ে শঙ্কায় পড়েছে এই দুই দলের বোর্ড। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন পরিকল্পনা অনুযায়ী মাঠে গড়াবে সিরিজটি।

লাহিরু কুমারা করোনায় আক্রান্তর পর নতুন করে টেস্ট করানো হয়েছে ক্যারিবীয় ট্যুরে যাওয়া বাকি ক্রিকেটারদের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রত্যাশা করছে বাকি খেলোয়াড়দের ফলাফল নেগেটিই আসবে। লাহিরু কুমারার জায়গায় দলে ডাক পেতে পারেন সুরঙ্গা লাকমাল অথবা ভিশয়া ফার্নান্দো।

উইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

Exit mobile version