Site icon Jamuna Television

ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের প্রবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার দাবিতে সকাল ১১টার দিকে শহীদুল্লাহ হল কম্পাউন্ডে অবস্থান করছেন শিক্ষার্থীরা।

এর আগে তারা জোর করে হল গেট খুলে সেখানে প্রবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা হলগুলো স্থায়ীভাবে খুলে দেয়ার দাবি জানান।

করোনার কারণে প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে তাদের শিক্ষাক কার্যক্রম। অনেক ছাত্রের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে ইন্টারনেট সুবিধা পাওয়া যায় না, ফলে অনলাইন ক্লাসও করতে পারছেন না অনেকে।

ছাত্ররা জানান, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলছেন। প্রক্টর এ বিষয়ে দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।

ইউএইচ/

Exit mobile version