Site icon Jamuna Television

বায়ান্ন ২১শে ফেব্রুয়ারি শুধু ভাষার আন্দোলন ছিলো না: প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির আন্দোলন শুধু ভাষাই নয়, ছিল:; সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তির আন্দোলন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় দেয়া বক্তব্যে জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান এবং ২২শে ফেব্রুয়ারি ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর ভাষা নিয়ে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর এমন নানান পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

এর আগে শনিবার সকালে গণভবন থেকে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সব অর্জনেই বাঙালিকে সংগ্রাম করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতৃভাষায় কথা বলতে ভাষা শহীদদের রক্তের শপথ ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

Exit mobile version