Site icon Jamuna Television

মোস্তাফিজের আইপিএলে খেলার ব্যাপারে যে সিদ্ধান্ত নিলেন পাপন

সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নিয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি তার সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল দল পেয়েছে কাটারমাস্টার মোস্তাফিজও। কিন্তু যখন আইপিএল চলবে তখন ওই সময় শ্রীলঙ্কার সাথে সিরিজ চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। তাই বিসিবি বসের কাছে সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন দ্যা ফিজ।

তার ব্যাপারে পাপন জানিয়ে দিয়েছেন বিসিবির সিদ্ধান্ত। গণমাধ্যমকে পাপন বলেন, মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। সে আইপিএলে যাবে কিনা জানতে চায়?

আমি বলেছি, দেখো এখানে আমার কিছু বলার নাই। তুমি যদি খেলতে চাও, ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিটি দিয়ে দাও আমরা তোমাকে আটকাবো না। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। এটা সাকিবের জন্য কোন সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।

Exit mobile version