Site icon Jamuna Television

বগুড়ায় বাড়ির সামনে হত্যা মামলার আসামিকে কুপিয়ে জখম

বগুড়া ব্যুরো:

বগুড়া শহরের ফুলতলা এলাকায় ফোরকান নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সড়কে উঠতেই এই হামলার শিকার হন
ওই যুবক।

আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ফোরকান হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে ফোরকান বাড়ি থেকে বেরিয়ে সামনের সড়ক ধরে ফুলতলা বাজারের দিকে যাচ্ছিলো। এসময় অতর্কিতে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে।

পরে স্থানীয় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউতে ভর্তি ফোরকানের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় যুবলীগ কর্মী ফোরকানের ভাই ফয়সাল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ভাইয়ের ওপরে হামলা হয়েছে। তবে পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নাকি পৌরসভা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হামলা- তা এখনো তারা নিশ্চিত হতে পারেনি। ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Exit mobile version