Site icon Jamuna Television

আখাউড়ায় গরু চোর আটক, গণধোলাইয়ের ভিডিও ভাইরাল

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গরু চুরির অপরাধে ছোটন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে বেধে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পরে গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গণধোলাইয়ের শিকার ছোটন কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর সালাম মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের আদিলপুর গ্রামের আনিছ মিয়ার বাড়িতে গরু চুরি করতে যায় ছোটন। এসময় স্থানীয় জনগণ তাকে গণধোলাইয়ের পর থানায় নিয়ে যায়।

ওসি বলেন, ছোটনের বিরুদ্ধে গরু চুরি, ডাকাতিসহ অন্তত ৫টি মামলা রয়েছে। তাকে রোববার ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তাকে গণধোলাইয়ের ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

Exit mobile version