Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছালো করোনা টিকার দ্বিতীয় চালান

করোনার টিকা: বয়স্কদের কেন্দ্রে নিবন্ধন বিবেচনা করার আশ্বাস স্বাস্থ্য সচিবের

ঢাকায় আনা হয়েছে বাংলাদেশ সরকারের কেনা করোনা টিকার দ্বিতীয় চালান। এই চালানে এসেছে ২০ লাখ ডোজ ভ্যাক্সিন।

রাত ১২টা ২৫ এ ভারতের স্পাইস জেড এসজি-০০৬৩ ফ্লাইটটি কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজের একটি চালান নিয়ে বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ভারতের বোম্বের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে করোনা ভ্যাকসিন নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যানে ভ্যাক্সিন নিয়ে যাওয়া হবে টঙ্গীতে। সেখানেই একটি সংরক্ষণাগারে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার ডোজের সেম্পল (নমুনা) পরীক্ষার জন্য ওষুধ প্রশাসনে পাঠানোর কথা রয়েছে।

Exit mobile version