
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলে তা অমান্য করে আজও আবাসিক হলে অবস্থান করছে বেশ কিছু শিক্ষার্থী।
সম্প্রতি জাবি শিক্ষার্থী ও পার্শ্ববর্তী গেরুয়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তাহীনতার দাবি তুলে শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন।
এদিকে, আগামী ১৭ মে হল খুলে দেয়ার সরকারি নির্দেশনাকে স্বাগত জানালেও হলে অবস্থান নেয়া শিক্ষার্থীরা এখন হল ছাড়তে নারাজ। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের হলে রাখা সম্ভব নয়।
গতকাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে ঢুকে পড়ে বেশ কিছু ছাত্রী।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply