Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের উদ্দেশে আজ দেশ ছাড়বে টাইগাররা

নিউজিল্যান্ডের উদ্দেশে আজ উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে তারা।

এর আগে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। তবে ৭ দিন পরই মিলবে অনুশীলনের সুযোগ। এই সফরে স্পন্সর হিসেবে থাকছে ইভ্যালি, এমনটাই জানিয়েছে বিসিবি। সেই সাথে কিট স্পনসর হিসেবেও তাদের সাথে নতুন চুক্তি হয়েছে।

এদিকে, ইনজুরি ও ব্যক্তিগত কারণে এই সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। এর আগে ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ দল। সেই ঘটনার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টাইগাররা।

ইউএইচ/

Exit mobile version