Site icon Jamuna Television

২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেফতার

২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টায় রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ও এনএসআই সদস্যরা। মঙ্গলবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি জড়িত ছিলেন ইকবাল হোসেন ওরফে ইকবাল। তিনি বেশ কয়েকটি ছদ্মনামে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।

জিজ্ঞাসাবাদে ইকবাল জানান, হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের নির্দেশে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভা মঞ্চে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিলেন। এরপর নিজ বাড়ি ঝিনাইদহে আত্মগোপন করেন এই জঙ্গি। পরবর্তীতে সেলিম পরিচয়ে মালয়েশিয়া পালিয়ে যান।

কিন্তু অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়ায় বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। এরপর গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতায় পলাতক আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করে র‍্যাব। এ বিষয়ে র‍্যাব পরিচালক সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন করবেন।

ইউএইচ/

Exit mobile version