Site icon Jamuna Television

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ২৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১টি মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা নদীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম হাফিজুর রহমান (৩০)। সে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সমশের খানের ছেলে।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মো. মাহবুব-উল-আলম জানান, র‌্যাব-৬ সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version