Site icon Jamuna Television

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুরের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে টাউন ক্লাব সড়কে পিরোজপুরের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাতের আধারের সশস্ত্র হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্ছনাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্যাম্পাস পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের সন্ত্রাসী বাসিন্দাদের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় তারা দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা সনাকের সভাপতি অ্যাড. শহিদুল্লাহ খান, জেলা সুজনের সাধারণ সম্পাদক সম্পাদক মো. শাহ আলম শেখ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, পিরোজপুর ইয়ুথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল রায়হান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল ইমরান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুনির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান, মেহেরুন নেছা মিলা প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম মাহির।

Exit mobile version