Site icon Jamuna Television

নোয়াখালীতে ভিক্ষুকদের অটোরিকসা, দোকান ও সেলাই মেশিন বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা প্রশাসনের ৩ বছর মেয়াদী অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনার অংশ অংশ হিসেবে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে অটোরিকশা, ভ্যান, দোকান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। অনুষ্ঠানে আজ ৩৩ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে অটোরিকশা, ভ্যান, দোকান ও সেলাই মেশিন ও গরু, ছাগল হস্তান্তর করা হয়।

বিভাগীয় কমিশনার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে নোয়াখালীতে মোট ১০০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে।

Exit mobile version