Site icon Jamuna Television

হোতাপাড়ায় ৮ মহিলা ছিনতাইকারী আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে একটি লেগুনায় ছিনতাই করার সময় ৮ ছিনতাইকারী মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। কাতলামাড়া এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুরে যাওয়ার উদ্দেশ্য লেগুনা পরিবহনের ওঠার চেষ্টা করে। এসময় ৮/১০ জনের একটি মহিলা ছিনতাইকারী দল সালেহা বেগমকে গতিরোধ করে লেগুনায় উঠার কৌশল তৈরি করে সালেহা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

পরে বিষয়টি বাসস্ট্যান্ডের পথচারীরা আঁচ করতে পেয়ে পুলিশকে খবর দেয়। জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ তাৎক্ষণিকভাবে এসআই ওয়াসিমের নেতৃত্বে সঙ্গী ফোর্স দিয়ে তাদেরকে আটক করেন।

ওসি মামুন আল রশীদ জানান, আটক ৮ মহিলা ছিনতাইকারীর নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Exit mobile version