Site icon Jamuna Television

এপ্রিলের প্রথমেই করোনার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এটি করা হচ্ছে কারণ ৮ সপ্তাহ পর থেকে শরীরে ভ্যাকসিনটি ভালভাবে কাজ করে।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক ও ১৮ বছরের উপরের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। তবে এই বিষয়গুলো সরকারের উচ্চমহলের সিদ্ধান্তের পরই ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এ মাসে ৫০ লাখ ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও ২০ লাখ পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, ঘাটতি ভ্যাকসিন আগামী মাসেই দেশে আসবে। সেরামের বাইরে বিকল্প সংস্থার কাছ থেকে ভ্যাকসিন নেয়ার বিষয়ে কথা চলছে বলে জানান মন্ত্রী। পুরুষের তুলনায় নারীরা কম ভ্যাকসিন নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে ৪০ বছর বয়সী ৪ কোটি মানুষের জন্য ৮ কোটি ডোজ ভ্যাকসিন দরকার হবে। টিকার সেকেন্ড ডোজ নিলেও বিদেশে যেতে করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে বলেই জানান স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version