Site icon Jamuna Television

হঠাৎ তেলে বেগুনে জলে উঠালো মিয়ানমার সেনারা; গণমাধ্যমকে হুঁশিয়ারি

হঠাৎ তেলে বেগুনে জলে উঠালো মিয়ানমার সেনারা; গণমাধ্যমকে হুঁশিয়ারি

অভ্যুত্থান শব্দ ব্যবহার করলেই ব্যবস্থা নেয়া হবে গণমাধ্যমের বিরুদ্ধে, এমন হুশিয়ারী দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

দেশটির সেনা সদস্যের তরফ থেকে বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের গণতান্ত্রিক পথ সুগম করতে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে বদ্ধ পরিকর কর্তৃপক্ষ, তাই একে অভ্যুত্থান বলার কোনো সুযোগ নেই।

এদিকে নির্যাতন চালানো এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে, সেনা নিয়ন্ত্রিত মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটভি’র (MRTV) পেইজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।

এরআগে, দেশটির আরও দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এরা হলেন, মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান জেনারেল মুং মুং কিয়াও এবং স্পেশাল অপারেশন ব্যুরোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোয়ে মিন্ট তুন।

Exit mobile version