Site icon Jamuna Television

এবার সত্যজিৎ রায়ের নামে দেয়া হবে জাতীয় পুরস্কার

এবার সত্যজিৎ রায়ের নামে দেয়া হবে জাতীয় পুরস্কার

ভারতীয় চলচ্চিত্রে সেরা সম্মান হিসেবে কিংবদন্তি বাঙালি চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের নামেও জাতীয় ক্ষেত্রে বার্ষিক পুরস্কার চালু করছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দাদাসাহেব ফালকে-র মতোই এই ‘সত্যজিৎ রায় পুরস্কার’ দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাওড়েকর।

ভারতের কেন্দ্রীয় সরকারের এমন ঘোষণায় আনন্দিত সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়। তার কথায়, সত্যজিৎ রায়ের ১০০তম জন্ম জয়ন্তীর বছরেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এটাই একেবারে উপযুক্ত সময়।

Exit mobile version