Site icon Jamuna Television

রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপে মিথিলা

রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপে মিথিলা

বাংলাদেশী অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা এবার ভালো কাজের রাজনীতির পথ দেখাবেন। সোমবার সামাজিকমাধ্যমে নতুন ওয়েবসিরিজের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

‘কে এই রুমানা? এমন একটি প্রশ্ন জাগিয়ে তুলেছেন মিথিলা। তিনি ওয়েবসিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। তাতে দেখা গেছে রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপের মিথিলাকে। স্মিত হাসিতে এক হাত উঁচিয়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে অভিনেত্রী।

পোস্টারে আরও বলা হয়েছে, এ বছরে বাংলায় সবচেয়ে বড় অ্যাকশন-থ্রিলার হতে যাচ্ছে এটি।

ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কয়জনে করে! কে এই রুমানা?’ তিনি জানান, এই প্রশ্নের উত্তর জানা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। তবে বিস্তারিত কিছুই জানাননি মিথিলা। কবে কখন মুক্তি পাচ্ছে তা সবই জানার আগ্রহ জিইয়ে রাখলেন তিনি।

Exit mobile version