Site icon Jamuna Television

ভারি তুষারপাতে বিপর্যস্ত গ্রিস

ভারি তুষারপাতে বিপর্যস্ত গ্রিস

১২ বছরের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাতে বিপর্যস্ত গ্রিস। টানা দু’দিনের তুষারপাতে বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী এথেন্স’সহ পুরো দেশ।

রাস্তাঘাট ঢাকা পড়েছে তিন/চার ইঞ্চি পুরু বরফের নিচে। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। প্রচণ্ড তুষারপাতে অনেক এলাকায় ঘরবন্দি হাজারো মানুষ।

এদিকে দক্ষিণ-পূর্ব উপকূলের দ্বীপগুলোতে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

করোনাকালীন সময়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের ফলে মহামারি পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

Exit mobile version