Site icon Jamuna Television

মিয়ানমারের ১ হাজার ৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করেই মিয়ানমারের এক হাজার ৮৬ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া।

মঙ্গলবার অভিবাসন বিভাগের মহা-পরিচালক কাইরুল জাইমি জানান এ তথ্য। বলেন, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে এসব মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

জান্তা নিয়ন্ত্রিত দেশে ফিরলে তারা নতুনভাবে ঝুঁকিতে পড়তে পারেন এমন শঙ্কায় প্রত্যাবাসনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ছিলো সময়সীমা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানবাধিকার সংগঠন- অ্যাসাইলাম একসেসের পিটিশনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আদালত।

তবে অভিবাসন কর্তৃপক্ষের দাবি- স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

ইউএইচ/

Exit mobile version