Site icon Jamuna Television

ইতালিতে গোরস্তানে ভূমিধস, অন্তত ২০০ কফিন সাগরে

একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস! মৃত্যুর পরও গোরস্তানে ঠাঁই হচ্ছে না লাশবাহী কফিনের।

মঙ্গলবার ইতালির রিভিয়েরা গোরস্তানের একাংশ ভূমিধসের কারণে সমুদ্রে গিয়ে পরে। পাহাড় চূড়োর কবরস্থান থেকে গিরিখাদে বিধ্বস্ত হয় অন্তত ২০০ কফিন। ভেসে যায় সাগরের পানিতে। এর মাঝে ১১টি কাঠের বাক্স অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার মধ্যে শায়িত পাঁচ ব্যক্তিতে শনাক্ত করেছে পরিবার। মাছ ধরার জালের মাধ্যমে বাকি কফিনগুলো উদ্ধারে চলছে তৎপরতা।

এদিকে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০ ফুট ওপরের এ গোরস্তান।

ইউএইচ/

Exit mobile version