Site icon Jamuna Television

হল ছেড়েছেন জাবির শিক্ষার্থীরা

হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি হলে তালা ঝুলিয়ে দিয়েছে।

গতকাল রাতে তিনটি হল সিলগালা করলেও আজ সব কয়টি হলই সিলগালা করেছে
বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল সিলগালা করে দেয়ার প্রতিবাদে আন্দোলনরত কিছু শিক্ষার্থী গত রাতে ভিসি বাসভবনের সামনে বিক্ষোভের চেষ্টা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

গতকাল সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলেও সকাল থেকে আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় রুজু হওয়া মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইউএইচ/

Exit mobile version