ইকুয়েডরের তিনটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় প্রাণ গেছে কমপক্ষে ৭৫ জনের। মঙ্গলবারের ঐ সহিংসতায় আহত হয়েছে দেড় শতাধিক।
কর্তৃপক্ষ জানায়, গুয়াকুইল-কুয়েনকা ও লাতাকুংগা শহরের কারাগারে দাঙ্গা বাঁধে। কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বন্দিদের গ্রুপগুলো শুরু হয় মারামারি।
এ সময় ধারালো অস্ত্র আর নিরাপত্তারক্ষীদের কাছ থেকে কেড়ে নেয়া বন্দুক ব্যবহৃত হয়। জিম্মি করা হয় প্রহরীদের। অতিরিক্ত ৮০০ পুলিশ মোতায়েনের পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
কারা কর্তৃপক্ষের সহযোগিতায়, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদেরমাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

