Site icon Jamuna Television

অপসারিত হলো স্বৈরশাসক ফ্রাংকো’র শেষ ভাস্কর্যও

অপসারিত হলো স্বৈরশাসক ফ্রাংকো'র শেষ ভাস্কর্যও

অপসারিত হলো স্প্যানিশ স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাংকো’র শেষ ভাস্কর্য্যেও। মঙ্গলবার, মেলিল্লা শহরের সিটিগেট থেকে সরানো হয় এ প্রতিকৃতি।

সোমবার আঞ্চলিক পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে ভাস্কর্য্যটি সরানোর ব্যাপারে ভোট দেন আইনপ্রণেতারা। অপসারণের ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দেন অনেকেই। বলেন, এটাই ছিলো ইউরোপীয় পরিমণ্ডলে স্বৈরশাসকদের শেষ প্রতিকৃতি।

১৯৭৮ সালে, ফ্রাংকোর মৃত্যুর পর শিল্পকর্মটি স্থাপিত হয়। ১৯২০ সালে ফ্রান্স-স্পেনের সাথে বারবার আদিবাসীদের যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্যেই এই যোদ্ধাকে স্মরণ করা হয়।

Exit mobile version