Site icon Jamuna Television

দলের সিদ্ধান্ত বরখেলাপকারীরা নৌকার মনোনয়ন পাবেন না: নানক

দলের সিদ্ধান্ত বরখেলাপকারীরা নৌকার মনোনয়ন পাবেন না: নানক

দলের সিদ্ধান্ত যারা বরখেলাপ করেছে, তারা আর কখনও নৌকা মনোনয়ন পাবেন না। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

গতকাল হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে ৫টি পথসভায় তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান সেলিমকে আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক উল্লেখ করে তার পক্ষে ভোট চান তিনি। পথসভায় কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সফিকসহ অনেকে।

Exit mobile version