Site icon Jamuna Television

এতদিন ও শুধু তামিমা ছিল, আজ থেকে তামিমা হোসেন: নাসির

ক’দিন থেকেই ক্রীড়াজগত আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমাকে নিয়ে। আলোচনার তুঙ্গে তুলেছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান, যার দাবি তামিমা তাকে ডিভোর্স না দিয়েই গাঁটছড়া বেঁধেছেন নাসিরের সাথে। স্বামীর কাছেই ফেলে এসেছেন ৮ বছর বয়সী কন্যাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জেরে বুধবার বিকালে বনানীতে আইনজীবী সমেত সংবাদ সম্মেলনে আসেন নাসির ও তামিমা। দাবি করেন, বৈধ প্রক্রিয়াই তারা বিয়ে করেছেন। তাদের বিরুদ্ধে রাকিব নামে ওই যুবক অপপ্রচার চালাচ্ছেন। নাসির জানান, যাই করেছেন আইনগতভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক করেছেন। মনে অন‌্য কিছু থাকলে সবাইকে জানিয়ে করতেন না।

মিডিয়ার সামনে আসতে সময় নেয়ার ব্যাখ্যায় নাসির জানান, কয়েকদিন পরে এসেছি, আইনি কাগজপত্র নিয়েই এসেছি, যা করেছি আইনিভাবেই করেছি। যারা অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় তামিমাকে নিয়ে কথাবার্তা বলছেন তাদের বলবো এসব থেকে বিরত থাকেন।

নাসির হোসেন বলেন, এতদিন ও শুধু তামিমা ছিল। আজ থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেব।

Exit mobile version