Site icon Jamuna Television

বুধবার রাত ৮টায় যমুনা টিভির লাইভ অনুষ্ঠানে থাকছেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান

নাসির হোসেনের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন হলোই চলছিলো নানা আলোচনা সমলোচনা। সব আলোচনাকে থামিয়ে দিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন নাসির ও তামিমা জুটি। বিয়ে নিয়ে তাদের আইনগত বৈধতার ব্যাখ্যাও দিয়েছেন তারা।

তবে ১১ বছর তামিমার সাথে সংসার করা রাকিব হাসান এখনও করেনি কোন মন্তব্য। তবে আজ রাত আটটায় যমুনা টিভির নিয়মিত আয়োজন স্পোর্টস লাইভে অতিথি হিসেবে থাকছেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান।

এই অনুষ্ঠানে রাকিবের মুখ থেকে শোনা যাবে নতুন বার্তা। বুধবার রাত ৮ টা যমুনা টিভিতে।

Exit mobile version