Site icon Jamuna Television

কন্যাকে নিয়ে কথা বলার সময় তামিমাকে হঠাৎ থামিয়ে দিলেন নাসিরের আইনজীবী

তামিমা, নাসির, রাকিব ও অলক! গেল কয়েকদিন হলো বারবারই এই নাম গুলোই ভেসে বেড়াচ্ছিলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এতদিন নাসির ও তামিমা মুখ না খুললেও আজ ঘটা করেই সংবাদ সম্মেলন করেছেন তারা। জানিয়েছেন বিয়ে সংক্রান্ত নানা কথা। তার সাথে পূর্বের স্বামী রাকিবের কাছে রেখে আসা তামিমার ৮ বছরের কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তামিমা।

আমার সন্তানকে নিজের কাছে রেখে তার সবকিছু চালানোর মতো আর্থিক সামর্থ আমার রয়েছে। বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সকল সমালোচনার জবাব দিয়ে এমন কথাই বলেছেন নাসিরের বর্তমান ও রাকিবের সাবেক স্ত্রী তামিমা।

তামিমা কন্যা সন্তানকে নিয়ে আরও বলেন, রাকিব আমার সন্তানকে আমার মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে তার কাছে নিয়ে গিয়েছে। আমার মেয়ের সাথে আমার সব ধরনের যোগাযোগ হচ্ছে বর্তমানে।

এ বিষয়ে তামিমা আরও বলেন, মেয়ে হওয়ার পর থেকেই ২০১৯ সাল পর্যন্ত আমার কাছেই ছিল। এবং আমার মেয়ের দেখাশুনা আমিই করতাম।

এ বিষয়ে আরও কথা বলার সময় হঠাৎই তামিমাকে পাশ থেকে থামিয়ে দেন নাসিরের আইনজীবী।

Exit mobile version