Site icon Jamuna Television

নেশার টাকার জন্য বাবাকে মারধর করায় বড় ভাইকে পিটিয়ে মারলো দুই ছোট ভাই

মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর করায় বড় ভাইকে পিটিয়ে মেরেছে ছোট দুই ভাই। সকালে রাজধানীর দক্ষিণ বাড্ডায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দুই ভাইকে আটক করে।

মাদকাসক্ত ছেলে সৈয়দ আব্দুল আলা দীর্ঘদিন ধরেই বাবার সাথে মাদকের টাকার জন্য আশোভন আচরণ করে আসছিলো। সকালে আবারো টাকার জন্য বাবার গায়ে হাত তোলে সে। এই ঘটনার পর ছোট দুই ভাই আলাকে হাত পা বেধে পিটিয়ে হত্যা করে। ৯১ বছর বয়সী পিতা সৈয়দ আব্দুস সালাম বাদি হয়ে দুই সন্তানের বিরুদ্ধে মামলা করেছে।

৬ ছেলে ও দুই সন্তানের জনক সালাম তিন ছেলেকে নিয়ে দক্ষিণ বাড্ডার ওই বাসায় বসবাস করে আসছিলেন। ওই ভাড়া বাসায় তিন সন্তান সবাই অবিবাহিত। সবাই বেকার। মাঝে মাঝে বিভিন্ন কাজ করতেন। পাশের বাসায় বড় বোন থাকেন। তিনি সাধারণত তাদের দেখাশোনা করতেন।

পুলিশের ভাষ্যমতে গ্রেফতার দুই ভাই হত্যার জন্য অনুতপ্ত নন। এমনকি হত্যা করে পুলিশ আসার জন্য বাসায় অপেক্ষা করছিলেন তারা।

Exit mobile version