Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ২৫ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে ২৫ লাখ ছাড়ালো করোনাভাইরাসে প্রাণহানি। ২৪ ঘণ্টায়ও ১১ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হয় কোভিড-১৯ এ।

বুধবার আড়াই হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ১৮ হাজারের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪শ’র বেশি মানুষের মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল। লাতিন দেশটিতে আড়াই লাখ ছাড়ালো মোট প্রাণহানি।

একইদিন, করোনায় ১৩শ’র কাছাকাছি মানুষ মারা গেছেন মেক্সিকোয়। এছাড়া, সাড়ে তিন থেকে ৪ শতাধিক মৃত্যু হয়েছে পোল্যান্ড-জার্মানি-স্পেন-রাশিয়া ও ব্রিটেনে।

বুধবারও নতুনভাবে ৪ লাখ ৩৮ হাজারের মতো মানুষের শরীরে মিললো কোভিড-১৯, মোট সংক্রমিত ১১ কোটি ৩০ লাখের ওপর।

ইউএইচ/

Exit mobile version