Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত ব্রাজিল

টানা ভারী বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চল। বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। হেলিকপ্টার নিয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত অ্যাক্রে প্রদেশ ঘুরে দেখেন তিনি।

১ লাখ ২০ হাজার বাসিন্দার প্রদেশটিতে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত এ সতর্কতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তলিয়ে গেছে হাইওয়েসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেশিরভাগ রাস্তাঘাট। বাড়িঘরে পানি ঢুকে আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষ। বন্যাদুর্গতদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

একদিকে কোভিড নাইনটিন মহামারি, আরেকদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি। এরমধ্যেই আবার বন্যা মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন।

ইউএইচ/

Exit mobile version