Site icon Jamuna Television

পিলখানা ট্র্যাজেডি: যথাযোগ্য মর্যাদায় শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা

শোকাবহ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা ট্র্যাজেডির এক যুগ আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। যথাযোগ্য মর্যাদায় শহীদ সেনা সদস্যদের প্রতি প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে দিনটি।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে শহীদদের সমাধিতে রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ’সহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ইউএইচ/

Exit mobile version