জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভের সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ শুরু করতে গেলে তাদের আটক করা হয়।
শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে তাদের স্থগিত হওয়া পরীক্ষা শুরু করতে হবে। পূর্বের দেয়া রুটিন অনুযায়ী পরীক্ষা নেয়ার দাবি করেন তারা।
কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতারের পর পুলিশ জানায়, সড়ক অবরোধ করার চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলেও জানায় পুলিশ।
ইউএইচ/

