Site icon Jamuna Television

পেশাদার গলফার হিসেবে আবার ফিরতে পারবেন তো টাইগারস উড?

সফল অস্ত্রপচার হয়েছে টাইগার উডসের। তবে সুস্থ হতে লম্বা সময় প্রয়োজন হবে এই গলফারের নিশ্চিত করেছেন চিকিৎসক।

সড়ক দুর্ঘটনায় টাইগার উডসের পায়ে একাধিক ফ্রাকচার হয়। উডসের দুই পায়ে করা হয়েছে সফল অস্ত্রোপচার। ডান পায়ের নীচের অংশ ও গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন উডস। ৪৫ বছর বয়সি এই কিংবদন্তি গল্ফার অস্ত্রোপচারের পর সাড়া দিচ্ছেন।

টাইগার এখন বেশ ভাল আছেন, দ্রুত উন্নতি করছে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। এই কিংবদন্তি গল্ফারের সুস্থতা কামনা করেছেন বারাক ওবামা,ডোনাল্ড ট্রাম্প, মাইক টাইসনের মত ব্যাক্তিরা। কিন্তু সুস্থ হয়ে উঠলেও পেশাদার গলফার হিসেবে ক্যারিয়ার আবারো শুরু করাটা কঠিন হবে বলছেন চিকিৎসক।

Exit mobile version