Site icon Jamuna Television

যার সামনে কাঁদা যায় সেই মানুষটার সাথেই সারা জীবন কাটানো যায়: তামিমা

তামিমা-নাসির ও রাকিব এই তিন জনের নাম বাংলাদেশে জানেননা এমন কেউ নেই। তবে সব বিতর্ককে উতড়ে নতুন জীবনের শুরুতেই যমুনা নিউজকে নাসির ও তামিমা বলেছেন নাসির বা তামিমা এমন মানুষ যার সামনে বসে কান্না করা যায়।

তামিমা বলেন, দেখুন একজন মানুষের সাথে হয় তো একমাস বা ২ মাস ভালো থাকা যায় কিন্তু যার সামনে কান্না করা যায় না তার সাথে আসলেও ভালো থাকা সম্ভব নয়। নাসির এমন একজন মানুষ যার সামনে কাঁদা যায়। এই বিষয়ে নাসিরেরও বক্তব্য একই।

Exit mobile version