Site icon Jamuna Television

শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক হল দ্রততম সময়ের মধ্যে খুলে দেয়ার দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে ছাত্ররা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর লালবাগ মোড়ে মানববন্ধনে অংশ নেন রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। এসময় বক্তারা বলেন, সিনেমা হল থেকে শুরু করে হাটবাজার সব কিছু চলছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এটা কোনভাবেই কাম্য নয়।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে সব শিক্ষাথীর জীবন নস্ট হয়ে যাবে। বক্তারা চালু না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Exit mobile version