Site icon Jamuna Television

জাদস কর্মীদের কতৃক প্রবাসীর স্ত্রীকে গণধষর্ণ: গ্রেফতারের দাবি আওয়ামী লীগ নেতাদের

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার কারার আলটিমেটাম দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা। এই সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, আসামিরা জাসদের কর্মী সমর্থক হওয়ায় তাদেরকে বাঁচাতে দলের নেতারা প্রভাব বিস্তার করছে।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামন পাড়ায় এক প্রবাসীর স্ত্রী নিজের ঘরে খালাতো ভাইয়ের সাথে কথা বলছিলেন। এসময় আসামিরা তানজিরাকে বাইরে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে যৌন নির্যাতন করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে স্থানীয় ইয়ামিন, আব্দুল করিম, নাঈম, স্বরণ হোসেন ও মোহাম্মাদ তুর্যকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।

পরে এলাকাবাসী আন্দোলনে নামলে পুলিশ ২২ ফেব্রুয়ারি মামলা নথিভূক্ত করেন। এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শাহ জালাল মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক পরিচয় মূখ্য নয়, আসামীর পরিচয় সে আসামী, তাদেরকে ধরতে সর্বচ্চ চেষ্টা চলছে।

Exit mobile version