Site icon Jamuna Television

আখাউড়ায় গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার হয়েছে।

দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় অভিযানে ২০০ পিস ইয়াবাসহ বঙ্গেরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে নাঈম মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়।

পরে পৌর এলাকার সড়ক বাজারের দুলাল মিয়ার বাড়িতে অভিযানে আধা কেজি ওজনের ৫০ পুরিয়া গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের ফায়েজ মিয়ার ছেলে জজ মিয়া, চট্টগ্রামের মিরসরাইয়ের আব্দুল জব্বারের ছেলে মো. রবিউল হোসেন, আখাউড়া মসজিদ পাড়ার সেন্টু মিয়ার ছেলে কোরবান হোসেন গ্রেফতার হন। গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

Exit mobile version