Site icon Jamuna Television

ভুতের গলি এলাকায় কিশোরকে গলা কেটে হত্যা

রাজধানীর ওয়ারী ভুতের গলি এলাকায় ১২ বছরের এক কিশোরকে গলা কেটে খুন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্বজনরা জানায়, বুধবার রাতে বাসায় একা ছিলো হাসান নামের ওই কিশোর। এই সুযোগে মানিকনগর এলাকার দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে হাসানকে হত্যা করে বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

ওয়ারী জোনের সিনিয়র সহকারী কমিশনার হান্নানুল ইসলাম নিশ্চিত করেন। নগদ টাকা ও স্বর্ণালংকার নেয়ার আগে বাসায় কেউ নেই নিশ্চিত হতে গৃহকর্ত্রীকে বারবার ফোন দেয় বলে জানায় নিহত হাসানের খালু ও ওই বাসার গৃহকর্তা। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

Exit mobile version