Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় রান্না ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা চাঁদপুরে রান্না ঘরের দেয়াল ধসে শিলন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেয়াল ধ্বসে ওই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খেজুরতলা চাঁদপুর গ্রামের মসজিদপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিলন আলী একই গ্রামের কুয়েত প্রবাসী ফারুক হোসেনের ছেলে।

নিহত শিশু শিলনের মা শিলা খাতুন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির রান্নার ঘরের পাশে খেলছিল শিলন। এসময় রান্না ঘরের মাটির দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version