Site icon Jamuna Television

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে নিউজিল্যান্ড

ছক্কা-বৃষ্টির ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। আর এই ম্যাচে ৮টি ছয় মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন মার্টিন গাপটিল।

ডানেডিনে সিরিজে দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২১৯ রানের বিশাল পুঁজি পায় নিউজিল্যান্ড। ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলেন মার্টিন গাপটিল। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৫৩ রান। শেষ দিকে নিশামের ১৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ২১৯ রানে থামে কিউইদের ইনিংস। জবাবে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।

তবে মার্কাস স্টয়োনিসের ৭৮ ও দানিয়েল স্যামসের ৪১ রানের ইনিংসে ২১৫ রানে থামে অজিদের ইনিংস। ম্যাচে ৩১টি ছয় হাঁকায় দু’দল। যা এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ড।

Exit mobile version